কতো কিছু হারিয়ে যায় সময়ের হাত ধরে
বাল্যকালের মার্বেল, কাঁচের গুলি
কৌশলের বিস্ময় উত্তেজনা উন্মাদনা
যৌবনের দাপাদাপি, আস্ত একটা সমুদ্র
লাফালাফি করে বুকের ভেতর।
নারী দর্শনের শিহরন, গাছের পাতা খসে পড়ার মতো টুকটাক খুচরো প্রেম
অনুভূতির দরজা দিয়ে এসেছিল
বেরিয়ে গেছে খিরকির দরজা দিয়ে
সব কি গেল? কিছু কি ফেলে গেল না সময়?
বালিতে যে পদচিহ্ন, সে তো আমারই
বৃষ্টিতে ভিজছে একটি কিশোর, সে তো আমিই
পার্কের ভিতর যে দুঃসাহস চুম্বন, সে আমারই
সোনালী দিনগুলি কিভাবে হারিয়ে যায়?
এখানে রয়েছে প্রতারনা, মিথ্যে স্বপ্ন, ঝড়া বকুল
মানুষ বড স্বার্থপর, ছোট্ট স্বত্তা, একবার
ছড়িয়ে দাও সার্বজনীন সত্বায়, এক থেকে বহূ।