T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় দীপঙ্কর সরকার

অভিযোগ
ছায়া ঘ্রাণ লেগে আছে, চিবুকে অতল স্পর্শ
মানে না পিছুটান এমনই অকুতোভয়। ছুটে
চলে আসমুদ্র হিমাচল, সমগ্র উপত্যকা জুড়ে
রৌদ্র কোলাহল। বারুদে বিষাদ চিহ্ন সহসা
হাওয়ার সন্ত্রাস। কালঘাম ছুটে যায় পেরোতে
আগুন নদী, তবু লক্ষ্যে স্থির চিত্ত অচঞ্চল।
ডিঙতে হবে বেলাভূমি, খানা খন্দ যা আছে
বিপদ সংকুল। কুছ পরোয়া নেই এমনি বেয়াড়া
মনোভাব। সম্মুখে যতই দুর্যোগ থাক , বিঘ্ন বালাই
জেনো নির্ভীক এ হৃদয়, এ যাবৎ মানেনি কোনো
বিকট অনুশাসন।