মার্গে অনন্য সম্মান দেবাশিস বসু (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা – ৬৮
বিষয় – নবান্ন
অঘ্রাণের পরমান্ন
ঘাসেদের ডগায় এখনো হীরের নাকচাবি
কড়াইশুঁটির শিখরে রামধনুর প্রতিচ্ছবি
গোলকুণ্ডার খনি এখন গোটা মাঠ জুড়ে
সোনার ফসল
আভূমি কুর্নিশ করেছে সঙ্কীর্ণ আলপথ ভরে
সাদা বলাকার দল উঞ্ছবৃত্তিতে
উঞ্ছক সবুজ তোতারাও উদরপূর্তিতে
নীল আকাশে উড়ে চলে মুখপড়া ময়ূরপঙ্খী
ছাড়তে ছাড়তে সুতো শেষ- লাটাইয়ের সাথে বাঁধা গ্রন্থি
ঐ কারা আসে পেছন পেছন
অশ্রাব্য গালিতে ভরে মাঠ ঘাট প্রাঙ্গণ
হাতে তালি মুখে গালি যত নাবাল ছাওয়াল
নুয়ে পড়ে বৃদ্ধ চলে সামাল সামাল
মুঠোভরা সোনার ফসল হলো বুঝি বেসামাল
কাস্তে ধরা হাতের ঊর্ধ্ব সঞ্চালন
পয়মন্ত ধানের শীষের গর্বিত আস্ফালন
নবান্নের ধান উঠবে গোলায়
নির্বাক গৃহকর্তা সারাটা রাস্তায়
মুখভরা দন্তহীন হাসি,নেই ক্রোধের অবকাশ
শত গালির মাঝেও বৃদ্ধ
খুঁজে পায় এক মুঠো হাসির সহবাস
এসেছে নবান্ন
সারাটা বছরের চোখের জল
পরিচিত পৃথিবীটার হয়েছে বদল
আমফানের ঝোড়ো তান্ডব বন্য
তবুও অঘ্রাণের পরমান্ন