শ্রী-মতি রাতটা বড়ো ছোটো তাই শিশিরের মতো ঝড়ে গেছে নবমীর আকাশে। চন্দ্রিমা বেয়ে একটু একটু করে চুঁইয়ে পড়েছে যেন লাবণ্য।
অবকাশে লাবণ্য কাজে আসে বেশ। সাযুজ্য জুড়ে তাই ভালোবাসা তলানিতে ঠেকে- গভীরতায় তলিয়ে যাবার মতো। মহীখাতের ত্রিপিটকের মতো বেড়া ভেঙেই রাত নামে, স্ত্রী-মতি রাত। শ্রীএর মতো ও স্ত্রী সেজে বসে উপোসী বিছানায়। ও নারী তাই ছোটো করেছে রাতকে। ও শিশু তাই বাড়িয়ে দিয়েছে রাতের চৌহদ্দি। ও মেয়ে তাই চন্দ্রমা হয়েছে অবলীলায়।