মা আসছে সে আশাতে অপেক্ষাতে থাকি,
মনের ভেতর সেই বাসনায় তোমায় মাগো ডাকি।
এসো এসো মাগো তুমি এই বাঙালির ঘরে,
তুমি আছো থাকবে তুমি আমাদের অন্তরে।
আসলে তুমি ঢাক ঢোলকের বাজনা শুধু বাজে,
ছোট বড় সবাই তখন নতুন করে সাজে।
অঞ্জলি দেয় মায়ের পায়ে কত্তো আশা করে,
বড় হবে সবাই মাগো বই পত্তর পড়ে।
যে কটা দিন থাকো মাগো বড্ড ভালো লাগে,
মনের ভেতর হই হুল্লোড় আনন্দের সুর জাগে।
দুঃখ ব্যথা সব ভুলে যাই তোমায় কাছে পেয়ে,
তাক কুর কুর ঢাকের তালে তাইতো নেচে গেয়ে।
কিন্তু মাগো বিদায় বেলা চোখ ছল ছল করে,
দুঃখটাকে তোমায় মাগো বুঝায় কেমন করে।
ভক্তগুলোর তুমি মাগো একটু ভালবেসো,
এই বাংলায় ঘরে ঘরে বারে বারে এসো।
কিশোর বেলার কথা
কিশোর বেলার কথা,
তখন ছিল দুরন্ত মন ছিল স্বাধীনতা।
ইচ্ছে মত চলাফেরা,
চোখের পাতায় স্বপ্ন ঘেরা।
ছিল কত কিছু,
খেলার মাঝে বন্ধু সুজন ছুটতে পিছু পিছুু।
পাড়ায় পাড়ায় মাস্তানী ভাব ঘুম ছিল না চোখে,
মায়ের কাছে হাজার নালিশ দিতো পাড়ার লোকে।
কারো গাছের লিচু চুরি কারো গাছের আম,
চুরির কাজে সবার কাজে ছিল যে বদনাম।
বাড়ির যত মিষ্টি,
বাদ ছিল না সে গুলোতে থাকতো আমার দৃষ্টি।
এসব কথা ভাবলে পরে বড্ড খারাপ লাগে,
হারিয়ে যাওয়া স্মৃতিগুলো মনের ভেতর জাগে।