T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় চন্দ্র শেখর ভট্টাচার্য্য

আহা আগুন 

আকাশে আজ আগুন ।
আহা আগুন !
আগুন , মনের ভিতরে – বাহিরে,

আগুন ও সে যতই আমায় পোড়াক
তবু আগুন তোকে ভালোই বাসি রে।

আগুন, আহা আগুন !
তুই সারা বিকেল জুড়ে
মেঘের সাথে ঝগরা করে নিজেও পুড়লি রে ,

আগুন, আহা আগুন !
চোখে তৃষ্ণা জেগে আছে
তোকে মাখার, তোকে দেখার হাহাকার ,

আগুন, আহা আগুন !
আমি পুড়তে রাজি আছি
শুধু তুই আর আমি । তোর সাথে বারবার।

আগুন ও সে যতই আমায় পোড়াক
তবু আগুন তোকে ভালোই বাসি রে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।