T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় চন্দ্র শেখর ভট্টাচার্য্য

আহা আগুন
আকাশে আজ আগুন ।
আহা আগুন !
আগুন , মনের ভিতরে – বাহিরে,
আগুন ও সে যতই আমায় পোড়াক
তবু আগুন তোকে ভালোই বাসি রে।
আগুন, আহা আগুন !
তুই সারা বিকেল জুড়ে
মেঘের সাথে ঝগরা করে নিজেও পুড়লি রে ,
আগুন, আহা আগুন !
চোখে তৃষ্ণা জেগে আছে
তোকে মাখার, তোকে দেখার হাহাকার ,
আগুন, আহা আগুন !
আমি পুড়তে রাজি আছি
শুধু তুই আর আমি । তোর সাথে বারবার।
আগুন ও সে যতই আমায় পোড়াক
তবু আগুন তোকে ভালোই বাসি রে।