T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় চম্পা নাগ

কবিতায় বাঁচি
কবিতায় বাঁচি আমি কবিতায় মরি।
এ জীবন অর্পণ
কবিতায়!!
তুমি আমার কল্পনার প্রথম প্রেম—
তুমি আমার অধরা স্পর্শের
সুখ লহমা।
সময়ের হাত ধরে বাঁচি অনুক্ষণ।
তোমার অবারিত স্রোতধারায়
আমার তরী
ভাসে প্রতিদিন প্রতি পল তোমারি নামে।
ওগো আমার প্রিয়তমা ভাসিয়ে নিয়ে
চল আমায় তোমার জোয়ারে—
আকাশ, বাতাস, সূর্য, চন্দ্র, গ্রহ, তারা,
অসীম নীলিমা ছুঁয়ে তুমি অনন্ত !
যুগে যুগে হৃদয়ে করছ বাস।
তোমার সুধা পানে প্রেমিক জীবন্ত।
ভাঙা হৃদয়েও স্বপ্ন জাগাও তুমি—
বাঁচতে শিখাও নতুন রূপে নতুন করে
বার বার।
এ জীবন দলিল তোমারে সমর্পণ।
হাতটি ধরে নিয়ে চল সখা আমৃত্যু
শেষ ভালবাসায়… জড়িয়ে
রজনীগন্ধায়!!