T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় চম্পা নাগ

অমর একুশ
একুশ মানে অহংকার ।
গর্বে ভরা প্রাণ ।।
একুশ মানে বলিদান ।
রক্তাক্ত তাজা প্রাণ ।।
একুশ মানে মায়ের ভাষা ।
মাতৃদুগ্ধ সম।।
একুশ মানে বর্ণ পরিচয়
মধুর বাংলা ভাষা
একুশ মানে রফিক সেলিম বরকত …
রক্তে ভেজা রাজপথ ।
একুশ তোমায় সেলাম ।
হৃদয়ে আছে লিখা
তোমার নাম !!