ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

বেইমান
দশ মাস দশ দিন গর্ভে নিয়ে
প্রসব যন্ত্রণা ভোগ করে
পরম স্নেহে কোলে নিয়ে
কপাল চুমায় সন্তানেরে।
মাটিও তেমনি পালন করে
অগণিত সন্তানেরে।
মাটি আমার মা,
যত্ন করে, স্নেহ দিয়ে
ফসল ফলায় আমার জন্যে।
আঁচল দিয়ে ঢেকে রাখে
আমার চোখের জল,
কোলের ওপর মাথা রেখে
দেখায় শুভ্র চাঁদের কিরণ
পূর্ণিমা রাতে জ্যোৎস্না মেখে।
কিন্তু মানুষ আমরা বেইমান বড়ো
ফিরেও দেখি না তার দিকে।
আজ বড়ো অসহায় সে।
গরম লোহার ছেনি দিয়ে
বিদ্ধ করে সেই মা কেই,
বুকের রক্ত দিয়ে পালন করে
যে সন্তানকে।