ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

একতাই বল
জেগে ঘুমিয়ে থেকো না আর,
ওঠো, মেরুদন্ড সোজা করো,
পাকস্থলীতে জমে থাকা তরল আগুন
বিস্ফোরিত হোক আকাশে বাতাসে।
হুঙ্কার ছাড়ুক, গর্জে উঠুক,
প্রতিবাদ হয়ে ঝরে পড়ুক
অন্যায়, অবিচারের বিরুদ্ধে।
গড়ে তোল সভ্য সমাজ
ধুয়ে ফেলো সব ব্যাভিচার।
তুমি কি পাচ্ছো দেখতে
পৃথিবী আজ কাঁদছে তোমার কারণে,
তোমার কারণেই জাতিতে জাতিতে
এতো ভেদাভেদ,
ধর্মের অজুহাত দিয়ে
সব কিছুর ঘটছে বদল।
আর থেকো না ঘুমিয়ে,
দেখো-
পূব আকাশে নতুন সূর্য
অপেক্ষা করছে তোমার জন্য।
ওঠো, জাগো,
জাতিধর্ম নির্বিশেষে বলো-
” আমরা সবাই এক মায়ের সন্তান।”
একসাথে কোমর বেঁধে
রক্ষা করো স্বদেশকে।