ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী
by
TechTouchTalk Admin
·
ভালোবাসা
“আমার আগে তুমি কাউকে ভালোবেসেছো?”
“হ্যাঁ, বেসেছি”।
“কই তুমি বলনি তো?”
“জিজ্ঞাসা করোনি তো কখনও।”
“বল, এবার বলো,”
“হিংসে হবে না তো?”
” না-না”।
ভালোবেসেছি ঊস্রি নদীর ঝর্ণাকে,
ভালোবেসেছি যমুনার ঢেউ কে,
ভালোবেসেছি রূপালী শশীকে,
ভালোবেসেছি পূর্ণিমার রাতকে,
ভালোবেসেছি কৈলাশের নরেশ্বরকে,
আর বেসেছি ভালো, জীর্ণ প্রাচীরের রাঙা গোলাপটিকে।
সযত্নে রেখেছি তাকে
বুকের পাঁজরে।
তুমিও খোঁজ করো
খুঁজে পাবে তোমার ভালোবাসাটিকে।