ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

অভাব
অভাবের ঢেউ দেয় নাড়া অভাবের ঘরে।
ধীরে ধীরে গিলে খায়
ভোরের স্নিগ্ধ প্রেমকে,
চারিদিকে শূন্যতা আছড়ে পড়ে
সবুজের বুকে।
গোলাপের গন্ধটা পোড়া বারুদ লাগে।
তবুও বাঁচতে হয়
খেয়ে পড়ে বাঁচতে হয়,
লড়াই করে বাঁচতে হয়
অভাবকে সঙ্গী করে।
সর্বত্রই শুধু অভাব –
মনে শান্তির অভাব,
চোখে রঙীন স্বপ্নের অভাব ,
মুখে হাসির অভাব,
নিরাপত্তার অভাব, শালীনতার অভাব,
অভাবকে ঘিরেই রয়েছে অভাব।
অভাবের সংসারে মহান হল সেই অভাব।
দুমুঠো ভাতের জন্যে
রাস্তায় পড়ে মার খায়
তবুও ছাড়ে না ময়দান,
অভাবকে সম্বল করে
মনোবল অটুট রেখে
চোয়াল, চিবুক শক্ত করে
এগিয়ে চলে সাফল্যের দিকে।