T3 ক্যাফে কলমে – চিত্রা মুখার্জি

“আন্দোলনরত শিক্ষককে পুলিশ লাথি মেরেছে”
এই ঘটনার বিরোধীতা করতে শিক্ষক শিক্ষিকাদের একটা শ্রেণী পাল্টা বিবৃতি বা নিদান দিচ্ছেন যে কোনো শিক্ষক শিক্ষিকা যেন ওই পুলিশে কর্মীর সন্তানদের না পড়ান।
এটা আপনাদের কাছে কতোটা যুক্তি সঙ্গত?
পরম্পরা
হে মা সরস্বতী
একবার মর্তে এসো নেমে,
এসে দেখ –
তোমার দেওয়া শিক্ষাকে
কেমন গুড়িয়েছে লাথি মেরে।
তুমি যাদের পাঠিয়েছ
মানুষ গড়ার কাজে,
তাদের ওপর এত নির্মম অত্যাচার দেখেও তোমার
পাষাণ হৃদয় ওঠে না কেঁদে?
আজ যে মারছে লাথি
সমাজের মেরুদন্ডকে,
ধূলিসাৎ দিয়েছে করে
শিক্ষা ব্যবস্থাকে।
হে মা সরস্বতী
ক্ষমা করো না তাদের,
টুটি টিপে ধরে বল
তোর সন্তান কি আছে?
মাগো, চাইছি ভিক্ষা করজোড়ে তোমার কাছে –
সুবুদ্ধি দাও সবাইকে
দুর্বুদ্ধিকে দূরে ঠেলে।
না হলে পরম্পরা শিখবে
কি দেখে,
বাবা মারে লাথি ছেলের শিক্ষক কে।
ছেলেও তো রাখবে পা
বাবার মাথার ওপরে।