কবিতায় চিরঞ্জীব হালদার

আরাধনা
জয় জয় দেবী চরাচর সারে।
আমি দাদা ভজি তুমি ভজো কাহারে।।
রাজহাঁস বারো মাস দাদাদের জলে।
সুবাক্য মানিক্য স্যার শূন্যটাইম কলে ।।
বীণাটা সারাতে চাই কোথা মিস্ত্রি পাই
কর্মসূত্রে দারা পুত্রে মহাসাগর পারে।।
জয় জয় দেবী দেবীঘট আরাধ্য।
আমরা মুখস্থ করি পলিটিকস বাধ্য।।
আমরা অনুগত প্রজাযত অনুদান।
শিবির বদল করি যে যখন হারে।।