T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় চিরঞ্জীব হালদার

আর্জি
আপনাকে ধরবে বলে এক বুক অচেতন রৌদ্র নিয়ে বসে আছে
সুষুম্নামার্গে যে চন্দ্র উদিত তাকে আজ হাজির করুন ধোঁয়ার আধারে
অংশত দেহদার
দ্বার আগলে বসে থাকি অঢেল নিস্পত্তি ও কাম
বসে থাকে আলালের দুলাল
ঈশ্বরী তবু এক বিমূর্ত দিন ও রাতের হ্রেষা ধ্বনি
খেলে যায় চলাচল পথে
পালাবার পথ নেই ধরা পড়লেও প্রাকৃত স্বাধীন
কোন বিষন্নতা নেই শুধু শালুকেরা নিজস্ব ভাষায় কথা বলে অন্তহীন
কোথাও কোন প্রদাহ নেই শুধু জাদুপ্রেত নেচে নেচে বলে যায় প্রেম ও ছুটি এক মহার্ঘ চলাচল
কোন ঈশ্বরী নেই ধুধু এক জলমানবী তার ডানা গুলো অঢেল আদর শেষে শুকোতে দিয়েছে
আজানু ভূমিতে
সুষম্নামার্গে যে চন্দ্র উদিত তাকে আজ হাজির করুন ধোঁয়ার আধারে।
মন
মাঝে মাঝে খচে যায় ইস্কুরুপ ঢিলে
চকাস্ চুমুর শব্দ লাগ ভেল্কি তিলে
তিলটাও মহাপাজি লুকায় রসায়ন
কোথায় চুম্বন দিলে জেগে থাকে মন
মন দুই
শ্রীরাধার সাথে কিটস্ প্রেমের অ্যপয়েন্টমেন্টে
সঙ্গ চায় বড়ু চন্ডিদাস
কর্পোরেট বসের জবে বিন্দু বিন্দু অনুভবে চমৎকার ডেকে যায় উপবাসী হাঁস
মন তিন
প্রণয় কনভেনশনাল যদিও তার প্রকাশ নিষেধ
ঋষিপ্রতিম গাছে গাছে পরাগ দাও প্রণয়ের বেদ
মুঠোয় সরষে দানা চুলোচুলি বিরাগ ভাজন
আমার ডেডিকেটেড প্রেমিকা আনেকোরা মন
কিন্তু কেড়ে নিয়ে লটকেছি এই মেসেঞ্জারে
একশ আট’টার পর সুদর্শন চক্র বিষ্ণু অবতারে
আমাদের ঘুম নেই মোবাইল জাগে তীব্রমধ্যরাতে
নির্ঘাত ধর্মপত্নী ওৎ পেতে ধরবেই বামাল হাতে নাতে
নাক খৎ দাস খৎ আর যত প্রেম বেআইনি
এমন ধনাত্মক প্রেম জীবনে তো কখনো দেখিনি।