কবিতায় চিরঞ্জীব হালদার

ভুলভুলাইয়া
ক
যথেষ্ট বিজ্ঞ মানুষ প্রকৃতপক্ষে
এক একটি ভৌতিক কাদার তাল।
খ
আয়না তোমাকে উপপাদ্য উপহার দিতে পারে।
গ
চালক ছাড়াই যে কোন খেলনা গাড়ি
ভয়হীন শূন্যতার দিকে ফিরে আসে।
ঘ
অজ্ঞাতনামা যাদুকর যার দাঁতে কোন হিংস্রতা নেই
তাকে চতুর নেকড়েও ভয় পায়।
ঙ
দানব ও দেবদূত কখন রূপ বদল করবে
স্বয়ং খ্রিষ্টও জানেন না।