কবিতায় চিরঞ্জীব হালদার

ধাঁধা

দেবতা মিথ্যে দেখি দৈব তার স্তুপ
হাড় থেকে উদ্ভাসিত রঙের তুরুপ
মুখোশ আড়াল করে ব্যবসা প্রকৃত
ত্রিসন্ধ্যা যাজন পাখি শুধু শিষ দিত

কহো মেয়ে মোক্ষকাম কিসের অধিক
যাপিত জীবনে তৃষ্ণা কতটাই ঠিক
অহরহ একটি ব্যাঙ আসলে সে মৃত
ত্রিসন্ধ্যা যাজন পাখি শুধু শিষ দিত

তোমার ঔরসে শপিংমল জন্ম হলে
দা ভিঞ্চি কোডরূপ জ্যোৎস্না পড়ে গলে
চুরি না করেও চোর মগজেই ধৃত
জুয়ারী পরিচালক কাকে চন্দ্র দিত

হস্তিনগরে পাঠক চুরি করে চোর
হেলেন কিনিতেছেন ঘোড়ার আতর
দৈব মিথ্যে তুমি তার অংশ অনাদৃত
আলো নিভিলে জিহ্বা স্বর ধার দিতো।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।