গুচ্ছ কবিতায় চিরঞ্জীব হালদার

অনুসন্ধান
এক
উটের মালাইচাকি কোন বাজারে পাওয়া যায়।
আমাজন ডট কম এ সম্পর্কে কিছুই জানেনা।
দুই
আমার নীল অশ্বের হদিস কে দিতে পারে।
কোন এক পঞ্চায়েতের কুমড়ো গাছে কারা যেন তাকে বেঁধে রেখেছে।
তিন
জন্মান্ধ প্রুফ রিডার নাকি রুশদির বিশেষ বান্ধব।
যিশু চেয়েছিলেন মৃত্যুর আগে জাগতিক ক্ষৌরকর্ম
সেরে ফেলতে।
বোরহেসকে এব্যপারে ক্রসচেক করে নিতে পারেন।
চার
অমর এবং কন্টকের মধ্যে নাকি তাজমহলের ছায়া কথা বলে।
দারাশুকো কে জিজ্ঞেস করতে পারেন।
পাঁচ
মেধা ও শ্রমের মাঝামাঝি এক রক্তগোলাপের অট্টহাসি টের পাই।
আমাকে ভালো প্রেমিকার সন্ধান দিতে পারেন।