কবিতায় চিরঞ্জীব হালদার

শর্করা কবিতা
শর্করা বিজ্ঞানের প্রভাষক বান্ধবটি সেই কবে থেকে নিরুদ্দেশ।
রক্ত বর্ণ আপেল আর বোধের মধ্যে অপরা সকাল দেখি হেয়ালী দিয়ে ভরে দিচ্ছে।
নস্টালজিক শুভেচ্ছাকাতর বিভ্রম ঘরে ঘরে রূপফেরিওয়ালার ভূমিকায়।
কোন উত্তর নেই কেন আজকাল
চিনি আর চন্দনকে ভয় পাও।
প্রভাষকটা আমাকে ধর্মফতুয়া দেবে বলেও দেয়নি।
তার পাঁচ পকেটে কয়েকটা বিজ্ঞ পায়রা দেবে বলেছিলো।
বাঁদরামীর সীমাবদ্ধ খয়রাতির সঙ্ঘা জানাবে বলেও বলেনি।
কোন উত্তর নেই ভিখিরিরা আজকাল মনোরঞ্জনের নির্ভরযোগ্য উপাদান হিসেবে পণ্যায়িত হবে এটা চানক্য সাহেবের ভাবা উচিত ছিলো।
পাঠক আপনি কিছু মনে না করলে
প্রভাষক বান্ধবকে ঢ্যামনা বলতেই পারি।