কবিতায় চিরঞ্জীব হালদার

না প্লেটনিক কবিতা

তুমি যত প্লেটনিক ততোধিক তুমি
তোমার ভিতরে বাস অবিকল রুমি।
কোন সম্পদ তোমার অলকা তিলকা
গভীর বাতের স্বপ্নে না দিলেও টোকা।
মানুবাদ নিৎসে ও আইনস্টাইন
কোথাও সুচারু ফাঁদ কোথাও মাইন।
তোমার জন্য জন্ম লক্ষ আপেল
রাঁচিতেই জেগে থাকে প্লেটনিক জেল।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।