কবিতায় চিরঞ্জীব হালদার

অকাম কবিতা
যৌনতার উৎস মেলে নিরাশক্ত লিপি
তোমাকে হারাতে পারে ক্ষুদ্র জলপিপি।
তোমাকে হারাতে পারে খান চেঙ্গিস
অস্ত্র কিছুই নয় হৃদয়ের বিষ।
হাতের একশ থেকে চন্দ্র লোপাট
মিথ্যে চিতায় পোড়ে চন্দন কাঠ।
সে কাঠে কাহার যোনী কার যৌনতা
সত্য সেলুকাস দেখ কে কখন ভোঁতা।
চমৎকার চামচ থেকে উথলানো প্রেম
নৌকা সহবাসে নদীর কতটা এলেম।
তোমাকে হারাতে পারে ক্ষুদ্র জলপিপি।
তুয়ার অরর্বিটে বসত কার উই ঢিপি।
দেখ নাচে তুয়াপাখি নাচিছে সারস
নীল নদ ঘুমালেই কাকে দেবে দোষ।