কবিতায় চিরঞ্জীব হালদার

ফুরনকথা
ক
কুকুর নামক দায়িত্ববান সড়কে কোন পাহারাদার নেই।
খ
আমলকি গাছ নাম পাল্টালেও তার মহৌষধ মুদ্রার মহাব্যাপ্তির পাণ্ডুলিপির পাতায় বাতাস আলাপ শুরু করেছে।
গ
মজে যাওয়া গৃহের তৈজসকান্না কেহ মনে রাখেনা।
ঘ
আগুন ফিরিয়ে দেয় ভ্রাম্যমাণ নোলকের আব্দারলিপি।
ঙ
তৃষ্ণার্ত জলহস্তী কখন চাণক্যের সাথে বন্ধুত্ব যাচনা করে।