কবিতায় চিরঞ্জীব হালদার

শোকপ্রস্তাব
আমরা কোন কসমিক আরকিওলজির বাসিন্দা
নই।
আমাদের রুচিরা থাকতে নেই।
হয়তো কানকাটা প্রতিভাবানের মত ভুলবকাটাই প্রতিভা।
ওহে বাদলমাষ্টার জানো আজ একটা দলছুট ঘুড়ি আমার উঠোনে তিনদিনের বাসি পান্তার গুনগান শুনতে এলো।
আমাদের নিকেশ ধারাবিবরণীর উত্তরাধিকার কোথায় রেখে যাবো।