কবিতায় চিরঞ্জীব হালদার

আমার পূজো
দুগ্গা দেবী দেখতে হেবি কপালে তার টিপ্
গোঁফওয়ালা অসুর দেখে বুক করে ঢিপ্ ঢিপ্
ঢাক বাজছে শরৎ এলে প্যান্ডেলে প্যান্ডেলে
ইঁদুর মহিষ ময়ূর দেখবি আমার সাথে গেলে
সকল পড়া বন্ধ এখন বন্ধ হোম ওয়ার্ক
এসব দেখতে মায়ের সাথে আছেন দেবী বাগ
গ্রামের থেকে আসবে দিদি মামাতো পিসতুতো
অস্ফূট সব মন্ত্র পড়বে তোতলা বামুন ভুতো
ষষ্ঠি রাতে শারদ ভোরে স্বপ্ন দিলেন দেবী
আমি তোদের দাদা পূজায় তোরা সবাই বেবী
টু শব্দটি যদি করিস কামড়ে দেবে হাঁস
পূজোর শেষে আমায় তোরা না যেন চমকাস।