কবিতায় চিরঞ্জীব হালদার

শিরোনামহীন পদ্য
নেপোয় মারে দই রে বাবু
নেপোয় মারে দই
কে করে হই চই রে বাবু
কে করে হই চই।
কাহার ঘাড়ে হাতি বাবা
কাহার বেদব্যাস
চূর্ণ পথে কে দেখেচ্ছে
হ থেকে হ্রস্ব ই।
ইচ্ছে করে বইতে পারো
আলসে কিছু গাধা
বেলেল্লাবাজ ধর্মনেতার
সঙ্গে নকল রাধা।
আস্তে বলো এসব কথন
আমি ভাসুর হই।
আগুন মেখে অঙ্গার হয়
কম আগুনে খই।
দেওয়াল কিছু লেখে স্লোগান
স্লোগান লেখে প্রজা
তোমার জন্য প্রেমিক সাজে
নুরজাহানের খোজা।
হ না লিখে উর্মী কেন
লিখ ছিল হ্রস্ব ই।
কপ্টার আজ কে চালাবে
সুইচ খানা বিমোট
নেপোয় যদি দই নিয়ে যায়
কারেন্সি বা নোট।
না দিলে কে জবাবদেহী
ছায়া মূর্তির সই।
নেপোয় মারে দই রে বাবু
নেপোয় মারে দই।