কবিতায় চিরঞ্জীব হালদার

বসত
এ ঘরে যুবতী বসত করে
এঘরে রয় রচনাবলী
এঘরে হাইপারটেনসান
বল তুই কবে ঘর হলি
আমাদের ভাঙা সাইকেল
অস্থি ও মেঘেদের দেশ
ডমরু বাজায় ঘনঘন
মনবিকলনী কিছু কেশ
এঘরে ভাঙা শিলিং ফ্যান
ভুমধ্যসাগর কথা বলে
এঘরে মধ্যমনি রাতের
অস্থি খুলে ভিজেছে অনলে
এঘরে বসত এসেনিন
ঐন্দ্রজালিক তার স্বর
এঘরে থিয়েটার অট্টহাস
প্রেমিকের নিজস্ব ঘর
এঘরে উৎকৃষ্ট দম্পতি
নৃত্য সুন্দরী উন্মাদ
অনিঃশেষ আয়না পসরা
কে কার বেগম সামশাদ