কবিতায় চন্দন দাশগুপ্ত

আগন্তুক
বিষণ্ণ নিস্তব্ধ হিমশীতল রাতে,
যখন আত্মাগুলো শুধু জেগে থাকে,
যখন থেমে যাওয়া বাতাসে ভাসে,
ক্লান্ত মৃত্যুর গন্ধ,
যখন আকাশে ফুটে ওঠে
এক অপার্থিব আলো,
যখন বন্ধ দরজার ওপারে
কারা যেন ফিসফিসিয়ে কথা বলে,
যখন বন্ধ জানালার ভেতরে
দেখা যায় আলোর আঁকিবুকি,
যখন পাথুরে পথটা ঘাপটি মেরে
অপেক্ষা করে এক ঘোড়সওয়ারের,
তখন কুয়াশা ভেদ করে এগিয়ে আসে,
এক নিঃসঙ্গ আগন্তুক,
ধীর, নিশ্চিত পদক্ষেপে,
পেছনে ফেলে রেখে রহস্যময় অতীত,
সে আসে…