কবিতায় চন্দন দাশগুপ্ত

ইচ্ছে
আমি পৌঁছাতে চাই,
তাড়া নেই, বিষণ্ণ জীবাশ্ম-পথ পেরিয়ে,
আমি ধীরে ধীরে প্রবেশ করতে চাই,
এক প্রাগৈতিহাসিক অরণ্যের গভীরে,
বিন্দু বিন্দু সুখের অতিন্দ্রীয় অনুভূতি,
যেখানে হৃদয়কে স্পর্শ করে,
প্রজাপতিদের ক্লান্তিহীন নাচের শেষে,
যেখানে ফিরে আসে,
অনুদ্বেল, আত্মমগ্ন, নিস্তব্ধ রাত,
হাস্নুহানার গন্ধে যেখানে বাতাস ভারি হয়ে আসে,
সেই মায়াবী কুয়াশায় ঢাকা দেশে,
আমি বার বার ফিরে যেতে চাই।