কবিতায় চন্দন দাশগুপ্ত

ভালবাসার ঠিকানা
যদি ফিরে দেখি কোনদিন,
জীবনের ফেলে আসা ধারাপাত,
যদি কাস্তে চালাই শনশন,
বাতাসকে ফালাফালা করি বার বার,
যদি ইচ্ছেনদীতে দিই ডুব-সাঁতার,
কিংবা ভাসাই ভাঙাচোরা ডিঙি,
যদি কোনদিন খুঁজে পাই,
গাছতলার কয়েকটি শিউলী ফুল,
যদি ছুটে যাই দুহাত মেলে,
ছুঁতে চাই আকাশের সীমা,
যদি কান পেতে শুধু শুনি,
নিস্তব্ধ অরণ্যের ভাষা…
ভরে যায় এই প্রাণ,
ইচ্ছে করে আলিঙ্গন করি,
বারবার…এই সুন্দর পৃথিবীকে।