T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় ছন্দা দাম

পুনরাবৃত্তি হোক মহাভারতের

পুনরাবৃত্তি হোক মহাভারতের ফের, বেঁধে যাক লঙ্কাকাণ্ড ফের একবার
এখানে তো নারী পুরুষ নেই এ যে মনুষ্যত্বের লড়াই, এ লড়াই
সুস্থ ভাবে বেঁচে থাকবার।

প্রতিটি নারী কেন হবেই বা ব্ল্যাক বেল্ট টাইকোয়াণ্ডোর, কুস্তিগীর অথবা লেঠেল?
কেন.. সমাজ যেহেতু…থাকবে না কেন নিয়মের বেড়াজাল,
নীতি দুর্নীতির লেবেল?

রক্তের স্রোত বেয়ে অর্জন করা স্বাধীনতার যথেচ্ছাচার করবে, এ কেমন কথা!
অপরাধীরা কেন কাঁপবে না ভয়ে, এটা কি মগের মুল্লুক,
চলবে লঙ্কার রাজার মতো আদিক্ষেতা!!

কালো রাতের আঁধার জয় করবোই আমরা, টুটিচেপে ধরবো ঘৃণ্য নরপিশাচের,
করব বিচরণ স্বচ্ছন্দে পৃথিবীতে, বাছ বিচার কেন করব,
স্বাধীন নাগরিক আমরা এদেশের।

ধর্ষণকারীকে ফাঁসি হোক, হোক অপরাধীর অন্তঃকরণ কেঁপে যাওয়া শাস্তি,
বুঝে যাক সমাজ, এ নয় জঙ্গলের রাজত্ব, এটা নয় আমাজনের অসভ্য বস্তি!!

প্রতিটি নারীকে কেন হতেই হবে দূর্গা, কালি, অথবা ছিন্নমস্তার
অবতার,
লক্ষ্মীর মতো ধীর স্থির নারীটির কি থাকবে না বাঁচার অধিকার???

আজ হোক সামনাসামনি, একটা হোক ইসপার কি ওসপার,
প্রতিবাদের ঝনঝনানি শুনে উঠুক শিউরে অপরাধী,
উথলে উঠুক ঢেউ গঙ্গা, কুশিয়ার বরাক অথবা তিস্তার!!

এগিয়ে চলো মানুষ স্বাধীনতার পূর্ব রাতেই সূর্য উঠুক জ্বলে,
অপরাধীরা জেনে যাক অপরাধ করাটা নয় জলভাত,
ভারতবর্ষ অপরাধীকে মাফি দেয়নি কোন কালে।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।