কবিতায় ছবি ধর

হারভেস্ট ওয়াটার

শ্রাবন হারা চষা জমি উদাস হয়ে চেয়ে আছে উন্মুক্ত আকাশের দিকে l
এক পশলা বৃষ্টির ঘ্রাণ নিবে বলে দারুণ রুক্ষতা মাটির বুকে l
ভেসে যাওয়ার আকাঙ্খায় খড়কুটোরা গুটিয়েছে পাততারি —
ব্যাঙাচিরা তাদের জীবন চক্র সামলাতে হিমশিম ,
হরি – হরি !
ঘরের সামনে নিকোনো উঠোন শস্য শুকোয় তপ্ত বুকে l
সব আশা ভঙ্গ দিয়ে শ্রাবনহারা স্কুলছুটি গুলো
বেজার মুখে ,
শ্রাবনে কত মাছ ধরে জেলে,লাঙ্গলও হাসে কৃষকের সুখে l
ময়ূরের নাচ দেখেই বর্ষামঙ্গল গায় মাঝি ভাই ,
ঝড়ো ঝড়ো , ছলো ছলো শ্রাবণ হারা হয়েছি সবাই l
পানকৌড়ি বসে ফুঁপিয়ে কাঁদে মাছরাঙা আর জলপিপির
দুঃখে l
অতি দ্রুত শেষ হয়ে আসছে ভূগর্ভস্থ পানীয় জল
হারভেস্ট ওয়াটার পরম যত্নে করে রাখি সম্বল l
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।