T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় চন্দন দাশগুপ্ত

মোহনার কাছে
নিস্তব্ধ মোহনার কাছে,
জীবন থমকে আছে,
শরতের আকাশে লেগে আছে,
সাদা মেঘ নয়,
লেগে আছে দূষণের কালো দাগ,
যদি চাও, যেতে পারো দূরে ভেসে,
পেতেও পারো সেই মৎস্যকন্যার খোঁজ,
পৃথিবীর সব কবিদের ফাঁকি দিয়ে,
যে হারিয়েই গেছে,
চিরকালের মত,
জীবন-মৃত্যুর সেই নিস্তব্ধ মোহনার কাছে…