T3 || ঘুড়ি || সংখ্যায় ছন্দা চট্টোপাধ্যায়

জীবনঘুড়ি
কড়কড়ে মাঞ্জা সুতোয় বাঁধা
আমরা ইচ্ছেঘুড়ি,
নিয়তির হাতে লাটাই তাই,
তার ইশারায় উড়ি।
লাল,নীল,সবুজ ইচ্ছেরা সব
রামধনু রঙে মাখা,
নিয়তির হাতের তালুতে ঘোরে
ভাগ্য-লাটাই চাকা।
একদিনের তরে ইচ্ছেঘুড়িরে
আকাশে ওড়ানো চাই,
পেটভরা ভাত, স্বাস্থ্য,শিক্ষা
নিয়ন্ত্রক একটি লাটাই।
জলভরা চোখে আকাশ পানে
তাকিয়ে থাকে মেয়ে,
পেটকাটি,মোরপঙ্খী চাঁদিয়ালে
আকাশ গিয়েছে ছেয়ে।
“ভোকাট্টা” আওয়াজ ওঠে
চাঁদিয়ালটা গোঁত্তা খায়,
দু হাত তুলে পথের ছেলে
কাটা ঘুড়িটা ধরতে যায়।
ইচ্ছে-ঘুড়ি উড়ানো সহজ,
কাটা ঘুড়ি ধরা সহজ নয়
দৌড়বাজের একরোখা জেদে
ভুখা পেটের হবেই জয়।