মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০২
বিষয় – জন্মাষ্টমী

কল্কি অবতার

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথি
অষ্টম গর্ভে কংস বধে ছিল দৈবাৎ নীতি
বোন-ভগ্নিপতিকে কারাগারে বন্দী করে
গর্ভস্থ সন্তান জন্ম নিলে আছাড় মারে ধরে
অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ জন্ম নিলেন কারাগারে
মেঘ গর্জন,অঝোর বর্ষণে রাত্রির অন্ধকারে
মায়ার মোহে ঘুমন্ত সব বিধাতার ইশারাতে
দেবকীর কোলে আসে অষ্টমী নিশিরাতে
শিশু ভূমিষ্ঠের লগনে হলো শৃংখল মোচন
বসুদেব কোলে তুলে দিল আদরের চুম্বন
শুনে দৈববাণী বসুদেব ধায় পুত্র নিয়ে সাথে
ঝুড়িতে মায়াপতি চলে আপন পিতার মাথে
যমুনা ফোঁসে গগন রোষে বাসুকীর ছত্রছায়ে
উচ্ছল যমুনা ধৌত করে রাতুল দুটি পায়ে যমুনার কোলে কমল লোচন হাসি মুখে কয়
হে যমুনা তোমার ইচ্ছা যে পূরণ করিতে হয়
নন্দ-আলয়ে রেখে পুত্রকে কন্যা লয়ে আসে
আছড়াইতে গেলে কন্যা আকাশ পানে ভাসে
দৈববাণী শুনে কংস রাজা ক্রোধান্বিত মনে
গোকুলের শিশু নিধনের আদেশ সৈন্যগনে
ব্যস্ত হয়ে সৈন্যগন শিশুদের ধরে হত্যা করে
ভিত ত্রস্ত গোকুলবাসীর কান্না শুনি প্রতিঘরে
নন্দালয়ে শ্রীকৃষ্ণ ভগবান দিনে দিনে বাড়ে
স্তন দংশনে শিশু কৃষ্ণ পুতনার প্রাণ কাড়ে
শিষ্টের পালন দুষ্টের দমন জগৎপতি করে
তাই জন্মাষ্টমী পালিত হয় হিন্দুর ঘরে ঘরে
কল্কির অবতার হয়ে এসো নারায়ন রূপে
সুমধুর শ্রীকৃষ্ণের নাম অবিরাম সব জপে
বিশ্বে জন্মাষ্টমী উৎসব পালনের সমাহার
মহাবিশ্ব ধ্বংস করতে লবে কল্কির অবতার!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।