মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৯
বিষয় – শিশির বিন্দু
সিক্ত হৈমন্তিকা
শরৎ শেষে হেমন্ত আসে
গেয়ে প্রভাতী গান,
ভোরের দিগন্ত নবারুণ ছুঁয়ে
আনন্দে মাতে প্রাণ।
শিশির ভেজা শীতের আমেজ
কুয়াশা সিক্ত চারিধার,
সবুজ গালিচায় শিশির বিন্দু
যেন হিরকের হার।
শিশির স্নাত লতা-পাতা
হৃদয়ে দেয় দোলা,
সোনালী রঙে রবির কিরণে
মনের দরজা খোলা।
শীতল শিহরণ মিঠে তাপে
শিশির স্নাত ভোরে,
সবুজ মাঠে হৈমন্তীর ফসল
আনন্দ নামে দোরে।
শিশির ঝরা সকাল বেলায়
নেইতো চোখে ঘুম,
সকাল বেলায় খেজুর রস
খাওয়ার কত ধুম।