প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে চন্দ্রশেখর ভট্টাচার্য

ভালোবাসা অন্তহীন
মেঘের আড়াল থেকে সূর্যের আঁকিবুকি
আকাশ টা যেন এক ফ্রেম,
আজকের দিন শুধু তোমার আমার
শুধু প্রেম প্রেম আর প্রেম।
যদিও করোনা কাল বিধি নিষেধের বেড়া
তবু কাছাকাছি আসবোই ,
কপালে হালকা টিপ, শাড়ি পাঞ্জাবি পরে
ঠোঁটে চুম্বন আঁকবোই।
সব খারাপের শেষে ভালো কিছু ঠিক আসে
যেভাবে এসেছে এতদিন ,
ভালবাসা জিতে যায়, ইতিহাস সাক্ষী
ভালোবাসা অন্তহীন।