কতদিনের অজানা ডাক, কতদিনের চেনা,
চুরি করা মুহুর্তরা মান বিকিয়ে কেনা।
নিজের সাথে নিজের দেখা,
বদ্ধ শিকড়, মুক্ত শাখা;
ঢেউয়ের থেকে ছিনিয়ে নেওয়া অদরকারী মিল
ঘর ছাড়ালো, দেশ ভোলালো, সোনালী গাঙচিল।
রাতের আকাশ বড্ড প্রিয়, ঘুমপাড়ানি গান,
আজব সুরে জীবন জুড়ে ফিরে আসার টান।
চরকাবুড়ি, চাঁদের বাড়ি,
যেদিন গেছে, সময় পাড়ি;
সবুজধোওয়া বৃষ্টিছোঁয়া মিষ্টি জলের ঝিল-
আয় নেমে আয় আমার বুকে আমার সোনা চিল।