মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২৩
বিষয় – পলাশ ফুল
রাঙ্গামাটির পলাশ
বসন্ত এসেছে দ্বারে দ্বারে রঙ্গিন আবেশে
কুসুমিত পুষ্পরাজি রোমান্টিক হল পলাশে
প্রাকৃতিক সৌন্দর্য কাননে ঋতুরাজ বিরাজে
ফাগুনে তে আগুন ঝরছে অপরূপা স্বরাজে
দিগন্ত জুড়ে খুশির উচ্ছ্বাস কেতন আবিরে
সুর-সন্মোহনী প্রস্ফুটিত প্রেমের গান গাহিরে
উদাসী আবেগি মন ফাগুনেতে হয় যে চঞ্চল
মায়াবিনী প্রকৃতিতে সৌন্দর্যতায় ভরে অঞ্চল
পলাশ রে তুই অপরূপা সুন্দরী রূপের রতন
রাঙ্গামাটির দেশে দেশে করে যে কত যতন
ভালোবাসার স্পর্শে ছুঁটে যায় সবুজ বনান্তে
প্রেমিক মন হারিয়ে যায় এলে রঙ্গিন বসন্তে
প্রেম লালসায় উথলে উঠে পেতে একটু পরশ
সুরভী মাখা আলিঙ্গনে মনেতে জাগে হরস
মাতাল সুরে মন মেতেছে বইছে মৃদু বাতাস
লাল আগুনের ঝলকানিতে ভরেছে আকাশ
বসন্ত দূতের কুহুতানে রঙিন স্বপ্নের মৌবন
ফাগুন ছোঁয়ায় চঞ্চলতা প্রেমিকের যৌবন
ছন্দ-তালে মন বাগিচায় খুশির কল্লোলে
মাদলের তালে নেচে উঠে প্রাণের হিল্লোলে
মধুমাসে দেখি কত প্রকৃতির রূপের বাহার
মহুয়ার রসে মাতাল হয় হৃদয়-মন সবার
বসন্ত উৎসবে আবির খেলবে সব আনন্দে
স্বাগত জানায় পলাশ উপহারে দিয়ে সানন্দে।