মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ১১২
বিষয় – অভিমানী
অভিমানী মন
লেলিহান অগ্নি শিখা দেখি
জ্বলছে দাউ দাউ করে,
রুষ্ট প্রকৃতি আঘাত হানে
স্বার্থান্বেষী সমাজ পরে।
বিনা মেখে হয় বজ্রাঘাত
কিম্বা তুফান-ঝড়,
উড়ে যায় বাড়ির ছাদ
উড়ে টিন-খড়।
কালের বিবর্তনে সভ্য মানব
ভোগ বিলাসের তরে,
সবুজ অরণ্য ছেদন করে
বানাতে ফার্নিচার ঘরে।
বন্য পশুদের জ্বলন্ত দেহ
শীর্ণ অভুক্ত মুখ,
দেখে শুনি হয় না লজ্জা
শুধু চাও সুখ!
আখের গোছাতে পুকুর ভরাট
ফ্ল্যাট বাড়ির সারি,
কোটি কোটি টাকা চুরি করে
পকেট করছো ভারি!
রাস্তা-ঘাট,সাগর,নদীবক্ষে
পলিথিন,বোতলে ভর্তি,
শিক্ষা হবে কবে বলো
বন্ধ করতে ফুর্তি।
অভিমানী মন গুমড়ে কাঁদে
সবুজ রূপ পেতে,
বৃক্ষ রোপণে অঙ্গীকার করে
চলো উঠি মেতে।