কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল (গুচ্ছ কবিতা)
১| স্থিরচিত্রে তুমি নায়াগ্রা জলপ্রপাত স্থিরচিত্রে তুমি অক্ষর,তুমি নায়াগ্রা জলপ্রপাত মিসিসিপি নদীর ধারে- ক্লান্ত জীবনের পটভূমি তুমি: মরুভূমির প্রখর বিদ্রূপাত্মক! তুমি নায়াগ্রা জলপ্রপাত তুমি অদ্ভুত দর্শন। গোধূলি লগ্নে, তুমি ছিলে রূপ শান্তি ক্ষমা প্রেম...