জন্মাষ্টমী স্পেশাল এ চ্যাটার্জী অমল

নিঃস্ব হৃদয়
জোছনা খচিত সারা পাড়ার মায়াবী রাত আর
শ্মশানের নীরবতা পাশাপাশি হাঁটে চাঁদনী আভায়।
শুনশান নগর সড়ক যেন ভৌতিক পরিবেশ,
কোথাও নেই কোনো প্রাণের আভাস, শুধু ঝরে
নিঝুম পাখির গান।
ঘুমহীন রাত আদিম সাজে সওয়ার হয় চোখের
পাতায়, সুখের ইতিহাস চিরতরে হারিয়ে দুচোখ ভরে
ওঠে বেদনার শিশির কণায়। উদাসী প্রহরে বিক্ষিপ্ত
চিন্তার সঞ্চারী লম্বা লম্বা ঠ্যাংয়ে পাহাড় ভাঙে ঘাত
প্রতিঘাতের।খেয়ালী বাতাসের থেকেও তীব্র ক্ষুধায়
এখনো ভালোবাসার স্বপ্ন খোঁজে নিঃস্ব হৃদয়।
জীবনের গলি থেকে রাজপথ বিষাদের বিষন্নতায়
ভরে দেয় কালের দীর্ঘশ্বাস। নিঃস্ব হৃদয়েই হয়তো
চলে যাব একদিন যেদিন নিয়তির তানপুরায় বেজে
উঠবে আলাপ বেহাগ, শুধু তোমাদের মাঝে বেঁচে
থাকবে আমার কবিতার অক্ষরগুলো ।।