কবিতায় বিদিশা সরকার

সিদ্ধান্ত বদলের আগে
সেই বিশাল মাঠের পরে কি আছে কেউ জানেনা । আসলে সেইখান থেকেই রাত্রির সূচনা । প্রত্যেকটা সূচনার আগেই অনিবার্য সন্ধ্যাসঙ্গীত । এ সময়ে উন্মাদ আশ্রমে কেউ আলো জ্বালায় না অথবা জেলখানায়।
অয়েলপেন্টের আভিজাত্যে বসা একটা প্রজাপতির আয়ু সীমিত।
আলোর সম্মোহনে পথ ও থেমে যায়
আমাদের দৃষ্টি তাই সীমান্ত অবধি ।
সিদ্ধান্ত বদলের আগে একবার ভেবে দেখবেন।
ভ্রমন বৃত্তান্তের উপার্জন সতর্কে তুলে রাখবেন নাগালের বাইরে
ইচ্ছের দুপুরে তাকে ডেকে আনতেই পারেন
কারণ গোধূলি দৈবাৎ এসে দাঁড়ায়
তখন পথেরা ছুটতে থাকে ধুলো উড়িয়ে
ও সমস্ত ভিক্ষুক ভিক্ষাপাত্রে ভরে নেয় অস্তমিত আলো।