কবিতায় বিকাশরঞ্জন হালদার

একটা দুটো পোড়া ঢেউ

উদ্ভ্রান্ত নীলে থেমে যায়
ফাঙ্গাস ধরা ডুব সাঁতার !
স্বপ্ন ছেঁড়া আবেশ অগ্রন্থিত ডানার
শব্দ মাখে যেখানে যেটুকু ……
নিয়তির নাম নিয়তি হলো কেনো
ভাবনারা মাথায় রাখে হাত
চিরায়ত মেতে ওঠাটুকু – ঠিক বৈরাগী কিনা জানিনা। তবে – পথহারানো কেউতো
বটেই ……
উদ্বিগ্ন বেলা শেষে সূর্য অস্থিত। তবু –
উদোম হতে চায় একটা দুটো পোড়া ঢেউ
কে না জানে ……..
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।