T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় বিদ্যুৎ রাজগুরু

আলোর ঐশ্বর্যে
মেঘের স্তম্ভ ভেঙে যায় কখনও
দাম্ভিক বাতাসে
তবুও তো মেঘ ঘর করে
আকাশে
নিষিদ্ধ প্রেম হয়েছে নিবিড়
কুয়াশায় ঢাকা পথ
আলোর শরীরে বাস্প ঘন হলে
পৃথুলা সড়ক বেয়ে নেমে আসে
উর্বশী রথ
আদিম আলোর নীলশয্যায়
যদি পুড়ে যায় ভয়ার্ত সব
আলোর ঐশ্বর্যে শুনব ফের
ভোরের পাখির কলরব।