• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় বিদ্যুৎ রাজগুরু

রথ কথা

অকুলান হলুদের দূঃখে
কেউ কেউ যায় না
সোজা রথে,
অফুরান হলুদের সুখ মেখে গায়ে
রথের দড়ি টানে এক সাথে৷
সভ্যতার রথ চলে সোজা পথে
বৈজয়ন্তী পতাকা উড়ে পতপত
আকাশে৷
সব প্রেম এক হয়ে বাঁচে
সাগরে ফেলে দেওয়া নাভিতে,
দারুবৃক্ষ জগন্নাথ হয়ে আসে
শ্রীক্ষেত্রে৷
শ্মশানের কাপালিক মিছে রথ টানে
বিপরীতে,
ও পথে যাও না তুমি
যেখানে ভাগাড় শুধু আছে৷
আলোর বৃন্দাবন হয়ে যাক
হিংসার পৃথিবীটা
ভালোবাসায় ভরে থাক
মা যশোদার বুকটা৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।