T3 || Valentine’s Day Special || সংখ্যায় বিদ্যুৎ রাজগুরু

ভালোবাসা
ভালোবাসা মানে নয়
গাছের গোলাপ ছেঁড়া,
ভালোবাসা হল
মনের বোঝাপড়া।
ভালোবাসা নয়
শুধু স্বার্থের ঠুলি,
ভালোবাসা নয়
আই লাভ ইউ বুলি।
ভালোবাসা মানে
আলোর পাহাড়চূড়া
ভালোবাসা হল
যুদ্ধজয়ের ঘোড়া।
ভালোবাসা মানে
জ্যোৎস্নাভেজা রাত,
ভালোবাসা হল
মনের পোক্ত ছাদ।
ভালোবাসা মানে
মনকেমনের মালা,
ভালোবাসা হল
মনজুড়ানোর চালা।
ভালোবাসা নয়
লক্ষ টাকার ঝুলি,
ভালোবাসা মানে
মনের দরজা খুলি।
ভালোবাসা মানে
রাতের স্বপ্ন তারা
ভালোবাসা মানে
এক হয়ে যায় যারা।
ভালোবাসা মানে
মনের অধিবাস
ভালোবাসা হল
নতুন রবির চাষ।
ভালোবাসা মানে
মনের মধুমাস
ভালোবাসা হল
বারোটা ফাগুন মাস।