ক্যাফে কাব্যগুচ্ছ তে বিমল মণ্ডল

১| রাস্তা
একটা রাস্তার এতোগুলা উপরাস্তা? বিষ্ময় লাগে যখন সন্ধ্যা নামে। অবাক হয়ে দেখি অন্ধকার গায়ে মেখে শুয়ে আছে সেই রাস্তা। আর একটু হাঁটলেই হয়তো তোমার বাড়িতে পৌঁছে যেতাম কিন্তু রাস্তার উপর সুট- কোট পরা কয়েকটি মানুষ পরিচিত রাস্তার পথ বদলে দিচ্ছে। দেখানো সেই রাস্তা ধরে রাস্তার পর রাস্তা হেঁটে যাই। ফিরে আসি ঠিক উল্টো রাস্তা ধরে।যে রাস্তায় রক্তের দাগ লেগে আছে।
২| হাত
আমার হাতে কোন দোষ ছিলি না।সরল হাতখানি ধরে কারা যেন টানাটানি করছে।প্রত্যেকের হাত লুকোনো আছে টেবিলের নীচে।সামনে – পেছনে সারিবদ্ধ হাতের মিছিল – যা শ্লোগানে মুখরিত -‘ঐ হাত গুড়িয়ে দাও,ভেঙে দাও’- আরও কত কি…
এখন একটা হাতের স্পর্শ পেতেই নিজের হাতটা বাড়িয়ে দিই।