কবিতায় বর্ণালী মুখার্জী

নতুন সূর্য

হারিয়ে যাচ্ছে জনপদ… হারিয়ে যাচ্ছে কত নগরী,
চোখের পলকে ধ্বংস হয়ে যাচ্ছে কত শত বনবাংলো।
রক্তক্ষয় দেখতে পাচ্ছো কি ভেতরে?
জমাট লাভা ধীরে ধীরে বেরিয়ে আসছে সভ্যতার শিকড় থেকে।
বস্তির পর বস্তি চোখের পলকে উধাও ভোজবাজির মতন…
হিসাব! বছরের পর বছর ধরে চলছে হিসাবের পাহাড়।
অগুনতি শৈশব হারিয়ে যাচ্ছে চোরাশিকারীদের ভিড়ে,
নির্বাক গাছেদের ভাষা বোঝার মত ক্ষমতা আছে কি এই মনুষ্য সমাজের?
বেআইনি নির্মাণে ভরে যাচ্ছে শস্যশ্যামলা ধরিত্রী,
উন্নতির শিখরে পৌঁছাতে গিয়ে চাহিদার বোঝা বেড়ে চলেছে প্রতিনিয়ত।
পিছন ফিরে তাকাও একটিবার,
নির্মল ইচ্ছাগুলো হারিয়ে যাচ্ছে আকাশছোঁয়া চাহিদায়।
নেই কি এর কোনো প্রতিকার?
সবুজে মোড়ানো বনানীর বুকে গড়ে তুলতে পারি না কি এক নতুন আশার আলো…
লোভ হিংসা ভূলে হাতে হাত রেখে চলো হাঁটি একসাথে,
সব বাঁধাকে জয় করে এগিয়ে চলি নতুন ভোরের পথে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।