কবিতায় বর্ণালী মুখার্জী

নারী
নগ্ন শহরে আমি একাকী
সহস্র বৎসর ধরে দাঁড়িয়ে আছি
তোমার অপেক্ষায়।
আমি সামান্য নারী এক,
কি ধৃষ্টতা তোমায় বাঁধবো
আমার ছত্র ছায়ায়।।
তুমি ক্লান্ত অবসন্ন হতে পারো
কাজের শেষে,
রোদ ঝড় জল উপেক্ষা করে
আমি দাঁড়িয়ে থাকি বিনিদ্র রজনী শেষে।।
কন্যা ভ্রুন আজও ব্রাত্য
কবে হবে এর প্রতিকার,
লক্ষ্মীর পাঁচালী পড়ি আমরা
ঘরে ঘরে বৃহস্পতিবার।।
ডাইনি সন্দেহে উলঙ্গ করি
নিজের মা বোনকে,
আত্মতৃপ্তির শিখা জেগে ওঠে
অহংকারের চাবুকে।।
মূর্খের স্বর্গে বাস করি
আমরা একবিংশ শতাব্দীর যুগে,
সর্ববন্ধন মুক্ত করে
মাগো রনচন্ডী হয়ে এসো
বিজ্ঞানের এই যুগে।।