দিব্যি কাব্যিতে বেদশ্রুতি মুখার্জী

যুগক্ষয়ী বৃষ্টিতে যারা ভিজতে বাধ্য হলো
ভিজেছি পুরো আগাপাশতলা…
চুল থেকে পিঠ ছুঁয়ে গোড়ালিও গেছে ভিজে,
পাশ দিয়ে যায় রাতের রাজধানী এলোমেলো,
পুড়ে যাবার পরও স্বপ্ন বাঁচে, অবাধ্য আর ভীষণ যা ছোঁয়াচে।
তবুও আমি জীবন বোনা শ্রমিক,
স্রোতের পায়ে শিকলি গেঁথে উল্টো ভেলায় চড়ে,
শিরদাঁড়া পঁচার গন্ধে হুড়মুড়িয়ে,
বমি করে দেই ফেসবুক বা সিঙ্গুরে।
তারপর তো শমন জোটে…
হাওয়া অফিস জানায় ধকপাকড়ে,
নিয়ে যাবে বেঁধে মূক বধিরদের দেশে,
হুডখোলা জিপে হেডফোনের বিস্তারিত প্রচারে।
এখন আমি সবটি শিখে গেছি,
ঠোঁটের ওপরে আঙুল ছাড়াই থাকতে পারি,
কনট্যাক্ট লিস্টে সেই কবে ম্যাচ মেরে দিয়ে,
মাস পয়লা পাঁচশো নিয়েই হাসতে হাসতে ফিরি…